Read more
স্বামী পাকিস্তানে, স্ত্রীকে সীমান্তে আটকে দিলো ভারত!
কাশ্মীরের পহেলগামে হামলার ঘটনার পর ভারত সরকার পাকিস্তানের নাগরিকদের দেশটি ছেড়ে যাওয়ার নির্দেশ দেয়। তবে এর মধ্যেই, পাঞ্জাবের আত্তারি-ওয়াঘা সীমান্তে এক ভারতীয় নারীকে পাকিস্তানে প্রবেশ করতে বাধা দেয়ার অভিযোগ উঠেছে।সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, উত্তর প্রদেশের মিরাটের বাসিন্দা ওই নারীর নাম সানা। তিনি একজন পাকিস্তানির স্ত্রী। জানা গেছে, ভারতীয় পাসপোর্ট থাকায় সানাকে যেতে দেয়া হয়নি। তবে তার তিন বছরের ছেলে এবং এক বছরের মেয়ে সন্তানকে পাকিস্তানি পাসপোর্ট থাকায় দেশ ছেড়ে যেতে বলা হয়।
প্রতিবেদন মতে, ৩০ বছর বয়সি সানা স্বল্পমেয়াদী ভিসাধারীদের মধ্যে ছিলেন যাদের রোববারের (২৭ এপ্রিল) মধ্যে ভারত ত্যাগ করার নির্দেশ দেয়া হয়েছিল।
পেশায় চিকিৎসক বিলালের সাথে ২০২০ সালে করাচিতে বিবাহ বন্ধনে আবদ্ধ সানা সম্প্রতি তার বাবা-মায়ের সঙ্গে দেখা করতে নিজ শহরে (মিরাটে) এসেছিলেন।
সানা জানিয়েছেন, ভারত ছাড়ার নির্দেশনা পাওয়ার পর শুক্রবার (২৫ এপ্রিল) তিনি তার পরিবারের সদস্য এবং সন্তানদের নিয়ে আত্তারি-ওয়াঘা সীমান্তের উদ্দেশ্যে রওনা হন। তবে সীমান্তে তাকে থামানো হয় এবং ভারতীয় পাসপোর্টের কারণে তাকে মিরাটে ফিরে যেতে বলা হয়। অপরদিকে, সেখানকার কর্মকর্তারা বলেন, পাকিস্তানি পাসপোর্ট থাকায় তার শিশুদের ফিরে যেতে হবে (পাকিস্তানে)।
এমন বিপাকে পড়ে এবং পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পেরে একপর্যায়ে কাঁদতে শুরু করেন ওই নারী। অভিযোগ উঠেছে, পরে সানা এবং তার পরিবার দেখতে পায়, তাদের মতো আরও অনেকের সঙ্গে একই ঘটনা ঘটেছে, যেখানে শিশুরা মায়েদের বিদায় জানিয়ে সীমান্ত পেরিয়ে তাদের বাবার কাছে একা চলে যেতে বাধ্য হয়েছে।
সানা সাংবাদিকদের বলেন, ‘আমার বাচ্চারা এখানে থাকতে পারবে না এবং আমিও সেখানে যেতে পারব না। আমার স্বামীও আমাদের নিতে সীমান্তে এসেছিলেন।’
পরিবারটি সীমান্তের কর্মকর্তাদের তাদের পরিস্থিতি সম্পর্কে জানায় এবং বলে যে, মাকে ছাড়া থাকার মতো বয়স হয়নি শিশুগুলোর। কিন্তু কর্মকর্তারা সানাকে মিরাটে ফেরত পাঠান এবং নতুন সরকারি আদেশের জন্য অপেক্ষা করতে বলেন।
পহেলগাম হামলার পেছনে জড়িতদের ‘কঠোরতম’ শাস্তির আহ্বান জানিয়ে ওই নারী সরকারের কাছে আবেদন জানান, তাকে যেন পাকিস্তানে যেতে দেয়া হয়।
ভারতীয় একজন কর্মকর্তা জানিয়েছেন, গত দুই দিনে আত্তারি-ওয়াঘা সীমান্ত দিয়ে পাকিস্তানের ২৫০ জনেরও বেশি নাগরিক ভারত ত্যাগ করেছেন।
0 Reviews